জল থেকে তুলে নাও এবার আমায়
স্খলিত জলে আর পূজ্যার্ঘ নেই
অজেয় সংক্রমণে
এখানেও ঢেকে যায় সূর্যোদয়
মহামারীর ইশারায় নেমে যায় একে একে
বিন্দু,বিসর্গ সব
শব্দভূখ নি:শব্দ গোগ্রাসে
তলিয়ে চলে মাটি,জল,স্থল।

নিরাপত্তা দাও পানিগ্রাহি বেষ্টনীর মত
কাছে এস অরিন্দম পরিত্রাণী সংখ্যালব্ধ হয়ে
এ আকাশ,এ অরণ্য,এ ভূ ভাগ
বিদীর্ণ শয্যায় আজ,
জল থেকে তুলে নাও আমায়
শুচিস্নিগ্ধ পূজা গন্ধে ধুয়ে দাও পাপ
উচ্চারিত হোক সবটুক
ধূনোর আঁতর ধূপগন্ধ
পূজার জৌলুস, সযত্নে সাজানো
নৈবেদ্য বাটা নিবেদন।

এ সান্ধ্য নিবিড় হোক পূণ্যার্থ ঘ্রাণে
প্রতি দাহ্যসুখ
জ্বলে যাক নিষ্ঠা বেদীতে
ভেসে যাক প্রতিমূর্ত রমণীরা নিষ্ঠাবান জলে
এস অরিন্দম জল থেকে তুলে নাও
প্রথাগত অমঙ্গল সব