জাহান্নমের দিন

কফীন বন্দী মৃত শহরের লাশগুলো চিনেচিনে
একা চলে গেছি মানুষের কাছে নিতান্ত দুর্দিনে
একি সভ্যতা ? এ কোন সকাল ? রুদ্ধ অনিশ্চয়
আঁধার ছেয়েছে বৃথা সন্তাপ জীবনের অপচয় !!

ঘুমিয়েছে যারা জীবন্ত ছিল দীর্ঘ আটাত্তরে
লাশের কাছেই লাশ ফেরী করে মত্ত এ চত্বরে
মিছিল করেছে যারা আজ সব মঞ্চের কুশিলব
চোখে মুখে শুধু লেগে আছে রঙ অদ্ভুত উৎসব !!

বাজি ধরে এগিয়েছে যারা রক্ত তিলক মেখে
হিমঘরে আজ সজ্জা পেতেছে ধিক্কার নিন্দুকে !
গর্জে উঠেছে সেই সেদিনের আগস্টে আজ ফাঁকি
ইঁদুর হয়েছে মেনীমুখো সব দু:খ কোথায় ঢাকি !!

ঘরের বাধন কেটেছে হেলায় নগর,শহর হায়
ছিড়েছে শিরার শিরচ্ছেদে মৃত্যু রচিত হয়
শ্মশাণ কালের আকাশ ছেয়েছে বিষাক্ত কার্বণ
গলা চিরে গেছে উচ্চ শ্লোগান মুদ্রিত সেই ক্ষণ !!

আমরা দেখেছি সেইসব প্রাণ মহান ও বিস্ময়
রক্ত পাঁজরে বিনিময় প্রাণ জীবন সূচিত হয়
সেইসব দিন ,ছিল কি সেদিন হতাশার হা হুতাশ
রাম রাজত্বে মন্থরা আজ সীমাহীন পরিহাস  !!

কালনেমীদের ভাগাভাগি গুলো নরকের বহুতল
দেশ কাল জাতি আমরা পেয়েছি দারিদ্র্য সম্বল
কে আসে এগিয়ে কার দুর্দিন অযথাই ব্যর্থতা
লঙ্কা ত্রাসের বিষন্নতায় এ সময়  হারা জেতা !!