তবু তার লয় নেই,ক্ষয় নেই
সময়ের কতনা বেদনা
এ ভাবেও দ্বীপ জ্বেলে জ্বেলে
ফেলে গেছে সুপ্ত বাসনা।
শুধু এইটুক বলা ভালো
সেইভাবে দেখিনি কখনো
মনে তার রং ধরে আপনিই
আসাযাওয়া গল্প জমানো।
মেঘে মেঘে বেড়ে যায় বেলা
পারাণির তটে কোলাহল
যেতে হবে সময় হয়েছে
রেখে শেষ বিদায়ী সম্বল।