পরিক্রমণ শেষে
তিনি এসে দাঁড়ান
গৃহস্থের কেন্দ্রে
শয়তানের ভাঙা অংশে
জুড়ে দেন হোমাগ্নি
জাগতিক ঝড়ঝঞ্জা, দু:খ, সুখে
ছিটিয়ে দেন
পরমাত্মার সাম্যবাদ |
নিভে গেলে বাতি
শয়তানও দাঁড়ায়
সন্তর্পণে
কিঞ্চিৎ প্রসাদীর লোভে
দেবতার পাশে সরাসরি |

ভক্তের অনেকেই তাকে চিনে ফেলে --