||১||

বুনো ঝোঁপ বেয়ে
জল গড়িয়ে গেল ' মহাজোটের খালে
হি হি হেসে উঠল সদ্য
গজানো দুব্বোও !
      
      ||২||

আলের পাশেই
জ্বালানো কুন্ডলী ' সিগন্যাল বেয়ে
গোলাগুলি রেডি
কমপ্লেইন গুলো প্রেমপত্র হলেই আগুণ !
      
      ||৩||

ঘুরেই এসেছি
পিছ পথে
তৈজসের রং
ওভাবে চেওনা ' নক্ষত্র হয়ে যাবো
পৃথিবীর গতি ছুঁয়ে
দৃষ্টি ভরেছি ' অচ্ছুৎ বোল না
আবর্তনে ঢলে গেছি
আয়ুস্মাণ কাল্
এ দেহে বিপন্ন প্রতীতি' আহ্' জানাজানি হবে !
      
      ||৪||

গতিপথে ঢলে আছি
সে নিয়ম মেনে
জঠরেরা দ্বিধাগ্রস্ত ' অন্ত্যজ বোল না
ফিরে গেছে ওরা
এসেছে সারিবদ্ধ হয়ে
নির্বিঘ্নের আলো জ্বেলে
একান্ত প্রাক্কালে !
জেনে নিও এ জন্মজ
আসক্ত হয়েছে ' আঘাত কোর না !