হৃদয় দিয়ে ডাকলে কাছে আসতে পারি
প্রসঙ্গ নয় জলচৌকি কিংবা পিঁড়ি
সুজন ভেবে বসতে পারি প্লাবন মনে
মেঝে হলেও প্রাসাদ সে যে প্রেমের তরী !
প্রসঙ্গ নয় ডলার কিম্বা অট্টালিকা
প্রেমিক যদি নিঁখাদ সোনার সওদা জানে
জোয়ার ভাটার সূত্র কিংবা স্বয়ংপ্রভা
কি আসে যায় রাজ্য কিংবা সিংহাসনে !
যে দীপশিখা প্রজ্জলিত হৃদয় নামক
ছড়িয়ে দিলে অসংখ্য তার সুবাস ভরে
না জ্বালালে মানুষ নামক বৃত্তিগুলো
কি আর দামী যতই সাজো প্রেম উপাসক !
প্রেম এমনই আধার মানুষ এরই টানে
কেউ ধনী কেউ নি:স্ব হয়ে সবটা খোয়ায়
কার কি আধার রত্ন জানে আগলে তাকে
সোনার মুকুট পরায় প্রেমের সিংহাসনে !!