হতভাগা
***************
কি রং, কোনখানে দাঁড়ায়
থাকে কোন দলে,
আর কি কি জানে - কাগজ রয়েছে ?
থইথই ময়লা দেরাজে
খুবলে খেয়েছে বাহন ইঁদুরে
এক টুকড়ো অবশিষ্ট তার
চক্রবৃদ্ধি সুদ,থেকে থেকে দেয় ।
নজরে এসেছে - ?
সেইদিন চোখ পড়েছিল মন্ত্রীর গাল বেয়ে
খেলছিল চাঁদ মুচকি হাসিতে
তিন লক্ষ কাগজের টিপস্ আজও প্রত্যাশিত
মরে আছে পৌত্তলিক খেলা
আজও খোঁজে খুব !
ঝান্ডা ধরেছে , কন্ঠে কোন মালা-
সঙ্গী বদলায়, পশ্চিমে যায়
কে কে আছে দলে , নথিবদ্ধ করা
দাবনায় চাটি মারে,মুগুর ঘোরায়
কি চোখে তাকায়, রং বদলায় ?
নেমে আসে মাঝে মধ্যে তেরঙ্গাটা চায়
মুষ্ঠিগুলো শূণ্যে ছোড়ে ,সটান লাথিতে
কি যেন গুড়োয় -
গাল পারে, হাসে লোক
প্রতিদিনই ওর জন্মদিন হয়।