আমাকে অরাজগ হতে দাও
লাগামছাড়া উদ্বেগ নিয়ে
ঝাঁপিয়ে পড়তে দাও নিরঙ্কুশ সৌন্দর্য্য বলয়ে
আমার মদিরায়
ঢেলে দাও নিকুঞ্জের দ্রাক্ষা
পানপাত্রের সুরায় এসে পড়ুক হেলেনার
সম্মোহনী ছায়া..
আমাকে ফিরে যেতে দাও একচ্ছত্র সাম্রাজ্যের
মদিরালয়ে, যেখানে ঐ
বল্লরী খাঁজে লুকিয়ে আছে আমার
প্রাণভোমরা...
প্রতিদিন প্রতিরাত উত্তুঙ্গ পিপাসু এই আমি
হয়রান হই ওর পাশের পিঙ্গল মূর্তি দেখে
আমিই প্রভু দারার বেশে
আম্রপালীর শয়তান বেশে
চির কামার্ত মজনুর বেশে
বঞ্চিত সৈনিকের বেশে
খুনী নাবিকের বেশে.... ওই আদ্রিজায় মগ্ন থাকতে
সহস্র লক্ষ পিঙ্গলকে দিয়েছি নির্বাসন
মধ্যমার মাথা কেটে সেই রক্ত ঝুলিয়ে রেখেছি
ওদের পারিবারিক উপকন্ঠে
সৌন্দর্য খর্ব করতে কেটে নিয়েছি
শরীরাঙ্গের একেক উপাচার

প্রতি রমণীর সৌন্দর্যের গলায় সেঁটে রেখেছি
আমারই তর্জনীর ধারাভাষ্য
আঙুল উঁচিয়ে ওরা তা-ই বলে যায়
আমি সাগর টপকে পাহাড় পেড়িয়ে
বনাঞ্চলের সীমানায় রেখেছি
সাম্রাজ্য পুঁতে, আমি রাজত্ব চাই...
আর ঐ হেলেনার মুকুটের
একচ্ছত্র শৌর্য্য I ব্ব্যস্........