ব্রম্মচর্য্য শেষ
হে ধর্ম আমি কি তোমায়
পুং ধর্ম প্রদান করি নি
ঐ যে বিশাল স্কন্ধ
তা কি বিভক্ত বহুধায় ?
হৃদ্ সূচীতে ফল্গু !
সে ও তো প্রবাহের শব্দ শুনি
হস্তযুগল! অবরুদ্ধ কি
বহু আকর্ষে -
সুশ্রী মুখমন্ডলে এ কিসের
লালিত্য ! আমি জানি
রাগ মুহূর্তে এ জ্যোতির উদ্ভব
ধর্ম! সে প্রসাদের
এককণাও কি আমার
প্রাপ্য নয় - অথচ
নির্মাণকালে তোমায় পুং তন্ত্র
আমায় যোনী সম্ভূতার
অর্থ কি আজও দুরূহ
সে কি পাথর চুঁইয়ে
নালা সমৃদ্ধকরণ শুধুমাত্র !
বটবৃক্ষের সমান শরীর
জাতিভেদহীন প্রাসাদোপম ধারণ স্থান
হে ধর্ম ! কেন এত সংস্কার
আমি কি তোমায়
একই গোত্রে সমান্তরিত করি নি
- শেখাই নি কি
নিরন্নের অন্নদান !
আর্তের জলদান !
উদ্বিগ্নের সঙ্গদান !
ব্রম্মচর্য্য শেষে সঙ্কটকালে
এ আমি কোন্ পৌরুষ দেখি !