দু:খ পেও না বাগানের ধূলো মাটি
চারা থেকে গাছ অনেকটা পরিপাটি
বীজ থেকে ফুল,অকাল নিধন হায়
বিষন্ন শাখের কান্নাটি বলে যায় !

দু:খ পেলে কি তোমাতে বদলা নিলে
লেখা আছে খোদ সৃষ্টির পদমূলে
প্রতিবাদ নেই অহংজনিত ক্ষোভ
নীরব বেদনা দেহে মনে লেখা হোক !

কর্ষণ কত কোপ আঘাতে জর্জর
জ্বালিয়েছে কোন হিংসার প্রতিস্বর
ধূ ধূ হয়ে গেছে শীতল মরুচ্ছায়
বেদন শরীরে সে কথাটি বলে যায় !

আগলে রেখেছি কুঞ্জ ছায়ায় ঘেরা
কাছে নেই কেউ ধূলা মাটি সখ্যেরা
জীবনের সাথে সদা মৃত্যুর খেলা
সান্ধ্য ছায়ায় আড়ালের অবহেলা !

বদ্ধ হয়েছে সে বুকের স্বরলিপি
গাওয়া হয়েছিল উদ্দাম জলছবি
ধোঁয়ায় মিলালো অঙ্গীকারের দিন
পট জুড়ে আজ হানাদার দুর্দিন !




**হাঁটুর অপারেশনের প্রথম থেকে প্রায় চারমাস আমি পঙ্গু হয়ে আছি,কেউ দেখবার নেই,আমার মত অসহায় শখের বাগানটিও,অবহেলায় বিষন্ন,একা পঙ্গু তাই পারিনি যত্ন নিতে কষ্ট হচ্ছে দেখে,মৃত পরে আছে ওরা।আমারই মতন।