আমি আর আকাশ উড়ে চলি -
অকারণ কিছু নেই
গতিপথে তীরন্দাজ
অনির্দিষ্ট পথ
সাজানো খাঁচায়।
গন্ডী কেটে কে যেন এগোয়
ক্লিষ্ট চোখ বিঁধে যায় ছেড়া পাখনায়।
শিকার
--------------------
সম্পর্কের সুতলি নিবিড় উত্তাপের
সূক্ষ্মতর ঠোট আর বৃহত্তর গলি ------ ।
কে আছিস বৃন্দাবনী নাচ
কি কি দোষ লয়ে তালে মুদ্রায়
কতটা জটলা পরিশোধ হয়ে যায়
চাল চালনায়, নিশানা ছুলেই
তীরবিদ্ধ ভোজ আর উদ্বেল রসনা ।
মালা
-------------------
আজ বাঁচি কিছুক্ষণ কাল নয় মৃত্যু হোক
শোকের পথেও হেঁটে যায় সূক্ষ্মতর ভোগ।
যে কাপড়ে লজ্জা ঢাকা সালংকারা বধূ
একই সেই শব ঢাকে সংযোজন শুধু ।
যে মালায় বন্ধণ দুটি হৃদয় মনের
সে মালা-ই মৃত্যুমুখে শেষের পার্বণ।
শেষ চেষ্টা
----------------------
থাল আর ভিক্ষুকের অন্তর্ভূক্ত চেতনায়
সর্বভূখ জিহ্বা হয়ে বাঁচি
পতনের ঝংকার , এক একটি
রোস্ট যেন, মুদ্রা আঁওয়াজ
এ রসনা বোঝে শুধু উপোসী হৃদয় |
যে প্রপাত জন্মেছে ক্লিষ্ট কর্ণিয়ায়
সাগর নির্ণিত বসবাস
কবোষ্ণের দিন লেগেছিল চোখ
বিকল্প আলোয় বলে বশীভূত খিদেগুলি ----
প্রেম নয় দেখেছিল ঝড়ের তান্ডব
শূণ্য এ থাল নি:শব্দ, নিস্পন্দ
শব্দেরাও নতুনত্ব চায়,পাত পেরে চলে গেছে
অন্য কবিতায় |