ঝড় উঠেছে উথাল পাতাল একলা মনে
যখন তখন ভাঙবে আগল সঙ্গোপনে
এই অবধি জাপটে আছি ঠিক তোকেই
তোদের ঘরে তোর আঙিণায় তোর উঠোনে !

ঢেউ জমেছে নিভৃতে এই গহীন বনে
উথাল পাতাল দিচ্ছে মাতন যখন তখন
এখন সময় দুর্বিপাকে সব খোয়াবার
এখন সময় আঘাত দিয়ে ঝড় থামাবার !

মেঘের ঘরে বজ্র হানে রোষের জেরে
ঝড়ের দমক ভাঙছে ঘরের বিড়ম্বনা
হন্যে হয়ে খুঁজছি শুধুই ভাগ্য ফেরে
ফল কি হবে কেউ জানি না কেউ ভাবি না !

নি:স্ব হয়েই সব পরিবেশ শান্ত হবে
ঝড় থামিয়ে বন বাদারও নিদ্রা মগন
বুঁদ হয়েছি এই ক্ষণেকের মগ্নতাতে
জাপটে আছি তোর আঙিণায়,তোর উঠোনে !