প্রতিদিন জড়িয়ে যাচ্ছি
বলতে বলতে অভ্যেসের মত
জমতে জমতে রোদমুখে
এখন অনেক বলিরেখা -
চাইতে পারিনা নিজের দিকে
জলে স্থলে কেবল
ছোঁওয়া ছুঁয়ি রোগ, একরত্তি ছেলেটা
গোঁ ধরে আছে
বুঝছেনা কিছুতেই
এ ছোঁয়াচ মারাত্মক রোগে
কোন সম্পর্কই সুস্থ নয় আর|
থেকে থেকে
উগরে ওঠে ব্যামোটা
কিভাবে প্রমাণ করি, যুদ্ধটা চলছেই-
সময়ের অর্বুদে
মুখ গুঁজে খোলামেলা গ্রোথিত করছি
নিজেকে - কি করে বোঝাই
অপকর্ম কিছু ঘটে যেতে পারে |