অপচয় নেই
ডাকলেই হুজুর, খাদ্য তথৈ
বাসি পঁচা এঁটো কাটা
নাই দিলে ওহ্ !
চেটে দেবে পাও , এলেমের কি বা জাত্
একটুক ঘেউ "
নেড়ি, ঘেঁয়ো, ভিনদেশী
জাতপাত তোলে
ওর হাঁকে চেনা গেল
ন্যাজে খেলে সারা
আহা মনিবের ছানা, মাংসের ছাট্ দিই
নালেঝোলে চাটে
টেংরির মজ্জার ঘিলু চুষে ফাঁক
ডর নেই, ঝাঁটা,জুতো, দাও গাল্
হেহ্ হেহ্
প্রভু পাওটা আগাও !