মোক্ষ বড় তির্যক জিনিস
আ-জীবন রসে বশের জীবনটাকে
ছড়িয়ে নাচিয়ে খোসাটাকে
দলে পিষে পরকালের আঁটিতে
ছুঁড়ে দিয়েছি l এইবারে ওর নবজন্মের
পূণ্য উৎসব l
তাকাইনি পিছ ফিরে
অন্য অবেলাগুলি তখনও মলিন l
ফলের গন্ধে বুঁদ মোক্ষে মজে আমি মন্দাক্রান্তা
গন্ধ পাইনি ভেসে যাওয়া
খড়কুটোর, বুকের গৃন্ধটাকে যাপটে
মনিষী তখন দাফনের দ্বিতীয় ঘুঁটি সাজছেন
আমার পঞ্চলতায় গায়কীর মজলিসে
অজস্র মনিষীর সুগন্ধ ছড়িয়ে
ক্রমে বেড়ে উঠছে এক একটা পঞ্চোৎসব l
তির্যক জিনিসটাকে
ঘুড়িয়ে ফিরিয়ে কামড়ে রয়েছি আঁটিটায়
ক্ষমতা কি,লতিয়ে উঠবে
সৌধের গায়ে l
অন্ধকার ঘনিয়ে এলে
পরম ব্রম্মের আলোয় ফলটা
চকচকে দেখায় আজও !