ফেস্টুন উঁচিয়ে কি বোঝাতে চাও
রম্ভার শবদেহ আড়ালে লুকিয়ে
ভ্রষ্ট গন্ধ কামাচার ঘৃতাহুতি দিয়ে
কাম আর কামলব্ধ সংজ্ঞা সাজাও !
ত্রিপল টাঙিয়ে কি লুকাও অভ্যন্তর
সীমান্তে অর্ধনগ্ন জাতির অধীশ্বর
পাথর খসিয়ে বেলুনের মালা গড়ে
দিবারাত্র কিংবদন্তি পথের উপর !
কি সাজাও অহোরাত্র সমুখে পেছনে
ডিনারের ডিশে ভরা কৈবর্ত্যর সাপ
শাখে তার পুং যুক্ত উত্থিত পলাশ
কি লুকাও উচ্চকিত মধুর ভাষণে !
সমিতির প্রতি পদে কি আছে গোপন
নগরীর উত্তাপ স্থাণ কাল ভেদে
পথ জুড়ে শুয়ে আছে অশুদ্ধ যাপন
কামজ উত্থান আর শুদ্ধের পতন !
কি শোনাতে চাও কতভাবে কৈবল্য
সাজিয়ে, আরো তার বিক্ষিপ্ত বয়ান
ঘুঙুর ঘাঘরাই কতটা আহ্বায়ক
কত তার খোলতাই কাম বিনোদন !
বরণীয় কামলব্ধ উচ্চকিত বানী
সেঁকা হোক শবদেহ লব্ধ আগুনে
সেরা হোক কামুকের ওংঁ জয়দ্ধনী
জয় হোক্ ফেস্টুনে ঢাকা আগমনী !
* সমাজের একনায়কতন্ত্র বুর্জোয়া মনোভাব ত্যাগ করে সকলের অগ্রগতির সুচিন্তিত ভাবধারণাকে প্রতিষ্ঠিত করার নামই সুষ্ঠ গণতন্ত্র। যাতে সমাজের সকল প্রকার মানুষের সঠিক মূল্যায়ন হয় শুধুমাত্র একশ্রেনীর বিকৃত ভাবধারাকে প্রশ্রয় দেওয়ার নাম সামাজিক জালিয়াতি। অগ্রগতির পরিপন্থী এসব অসাম্য প্রশ্রয় দিলে মারা পরবে কিছু আপাতনিরীহ মানুষ *কবিতাটি সেভাবধারায়ই রচিত।