জেগে আছি, বেঁচে থাকাদের কাছাকাছি
ক্রমে মৌনতা
প্রহর গড়িয়ে সন্ধ্যা ঘনালে
ফিরে আসি মুখোমুখি, যে স্তূপে ধূলার কারু
প্রাণ ভরে দেখি,জঞ্জালস্তূপে একফালি
স্বর্ণকলির সোনা মুখ,একরাশ কাঁটাঝোপ ফেলে
দুই কলি লতানে উঠেছে গজিয়ে
আঁধার ঘনালে রাত্রির ঘনিষ্ট বুকে দিনের আগলে
দেখি ঘন হয়ে আসা
সেই মুখ
ছায়ামুখে কন্ঠ মেলাই
হাত ধরি, কাধে কাধ, পায়ের পাতায়
হেঁটে চলি একসাথে একটা মানুষ মন একটাই
টুং টাং বেজে ওঠে মধুর প্রহর
জেগে দেখি, স্তব্ধ সব,ফাঁকা শুনসান ক্রমে মৌনতা
পায়ের পাতায় জেগে থাকে
নিরর্থক শোকের পাহাড়
হেঁটে চলি বেঁচে থাকাদের কাছাকাছি
পূর্ণতা খুঁজি? অন্য এক রকমের কাছে, নিয়মের
কাছে, আরো কিছু খুঁজেই চলেছি
সেই পায়ের পাতা, কোমড়ে জড়ানো
একসাথে হেঁটে চলা, হৃদয়ের কাছে,খুব কাছে
জানি ফিরে আসা চেয়ে আছে
কিংবদন্তি চোখে, মুখোমুখি আঁধারের কাছে
মৌন হয়ে দাঁড়ানোর কাছে
সকলেই ফিরে আসে শুধু সে আসে না___