কিছুটা বিঁধেছে এসে সরাসরি বুকে
ঠিক মধ্যিখানে
প্রশ্নবিদ্ধ শূলের মতন
কিছুটা মগজে শিরায়
সকালে যে চুলা জ্বেলেছিলো
আজও তার উদ্বায়ী রোদ
আর রোদের প্রাক্কাল...... ....
কোথাও উত্তর লেখা নেই অথচ
পড়ে নিতে হবে হয়,হতে পারে
বুঝে নিতে বোধিকা লাগেনা
লক্ষ্যভ্রষ্ট শূলে তবু হাজারো বাহানা.....
কিছুটা ছিটকে আছে মগজের গায়ে
ঘিলুদের জোটবদ্ধ লাশ
শূলবিদ্ধ ক্ষতে আজও উদ্বিগ্ন প্রশ্নেরা
ছায়া নাকি রৌদ্রের উৎখাত ..........?