ধক করে ওই কলজেটাতে আগুন লাগে
একদলা রঙ ছুট্টে গিয়ে চিবুক ছড়ায়
মেখলা ঢাকে নীলাকাশে সন্ধ্যার আগে
করবে টা কি আমিই যদি রৌদ্র বাগে !!
কুড়ির থেকে ফুলের থেকে সবকটি রং
লুকিয়ে যদি আঁচল ভরি রাত্রি দিনে
আকাশ ধুয়ে বৃষ্টি আনি মেঘলা ভুবন
কি হবে ওই পুরুষ রঙা কন্ঠি কিনে !!
প্রলয় তুফান ঝড় হলে ঐ মধ্যগগন
আকাশ বাতাস কাঁপিয়ে যদি হা হুতাশে
জাঁকিয়ে বসে মধ্যরাতের তীব্র শমন
ঘন্টা যদি কন্ঠ জড়ায় সুর পিয়াসে !!
হাত রেখেছ প্রবল সুখে কার প্রকাশে
কৃষ্ণ জানে রাধার কি রুপ সঙ্গোপনে
রঙ ছড়ানো সেই অধরে সেই আবেশে
ফাগুন হাসে মন গহনে সে নির্জনে !!