কাজ ফেলে এস
চেয়ে রই কিছুক্ষণ,ওই তো সিঁদুর মেঘে
দিগভ্রান্ত খ্যাপা তলোয়ার
এখুনি ঝাঁপাবে,কংসাবতী জলে দেখ
নৃত্যরত ছায়া,কখন কি হয়
আসন্ন বজ্রে রাখো চোখ
বিচ্ছিন্ন না হয়,এ বন্ধণ নিগূঢ় থাক
ঝাপট না লাগে !
একা কেন ! জড়াও নি বুঝি
দাপটের পরাক্রান্ত জাল,এস ধর হাত
পুড়ে ছাই ধিকিধিকি জ্বলন্ত অধ্যায়
তবুও সকাল হোক,পরিচ্ছন্ন রোদ
নির্বিবাদ প্রদীপ ভাসিয়ে শান্তি এনে দেব
টুকটুক নোলক শাড়িতে
থেমে যাবে ঝড়,দেখো ঠিক একত্রিত হলে |
নিবিড়তা দাও মোক্ষের লব্ধ সকাল
যেও না অযথা জলে, কে জানে কিসের সর্বনাশ
পাশেই নদীর চর,ঢেউ ওঠে বিপদ সংকেত
যেওনা ফলসা কাঁধে দ্বৈত আবাদে
বন্য মেঘের চর নিমেষে বরবাদ
দেখিও না বিম্ববতী আলো
লুট হয়ে যাবে,সর্বস্বান্ত নি:শেষ আকাল
ঘনমেঘ সিঁদুর সেজেছে অভিসারী !