এক
ঘর ভেঙে , সারিতে দাঁড়ানো
কৌতুক ইঙ্গিত ---- কে তুমি নাগর ?
দুই
পানীয় ! তা সে জংলা অথবা পাবক
ঔদার্য না থাকলে কি করিশ্মা কিংবা কুদরত !
তিন
বাঁশের ভিতে ছয় ইঞ্চির সৌধ
কাঠ খড় সবই এক জ্বাললে স্বর্ণ
নইলে বিদ্রোহ ! কঞ্চি বলে
আমি ত রয়েছি !
চার
শ্বাপদ নেমে আসে শুধু
খড় মাটি ফুঁরে হাজারে হাজারে
ব্লিচিং ছড়াই,
খুলে ফেলে খুলির আঁতাত
ডারউইন শ্রেনীতত্ব খুঁজি , কিলবিল অনাহূত
মানুষ আসে না !
পাঁচ
কি তবে চুম্বন ,কি ভালোবাসা
চোখে চোখ রেখেও হৃদয়
আজও অচেনা
কি তবে কারণ
প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর !
ছয়
মেটে না পিয়াসা
এত কেন তেষ্টা যদি সাতটি সাগর আর
তেরো নদী ভরা ----- !
সাত
ভালোবাসা কেন দিলে
না দিলে আধার যদি , নিরবধী
ক্ষুন্নিবৃত্তি বওয়া !
এহেন উদাস যদি কি বা কথা
কি বা গান ঠুনকো হৃদয়
ভেঙে দেওয়া ।
আট
এ বসন্ত কেন এত রঙের বাহার
প্রকৃতি কি মৃদু রাগে
করেছে সম্মোধন ? আলতো আবেগে
মাখিয়েছে রঙের পয়োধি
ছুঁয়েছে কি বৃন্তরত তিল, বলেছে কি
সাজিও যতনে উদ্ভিন্ন আদর আর
সৌজন্য তুলিতে
প্রতিটি পাপড়ি যেন ভেনাসের কারুকার্য টিপ !
নয়
নিভৃত ডগায় কি রেখেছ অভিসার প্রিয়
এত উন্মোচন ! কোন রাগ
কি বিভঙ্গ লয়, আহা আমি খুঁজে ফিরি
দুলে ওঠা ছটাক হৃদয় ---- !
দশ
ছুঁয়ে আসি, দোলা দিই, জড়াই দু' গালে
তুই আমাকে আমি তোকে ---
কি নিবিড় উষ্ণতা, বৃষ্টিস্নাত যেন তুই
নৃত্যরত আমারই সঙ্গম !
এগারো
আবারও বেঁচেছি ডেকেছিস বলে
ঝোলাঝুলি পোটলি খুলেছি ---- প্রেম প্রীতি
নেই ভালোবাসা কোন, শুধু
ঋণ আছে এক রাত্রি
তোর সাথে উচ্ছন্নে যাওয়া !