এভাবেই আমি তুমি-তুমি আমি
এলোমেলো কিছুক্ষণ,রংটা বদলে নেব
অন্যভাবে তবু এভাবেই ঠিক,হোক যুদ্ধ
দেশ ভাগ,যে মরে মরুক -
বিতর্ক ঘরে ঘরে,অর্থনীতি পক্ষাঘাত
দুনিয়ার দু:সংবাদ ভরে যাক্ পেজ
পৃথিবীর সব গুহা ফাঁকা হোক আরও
পিলপিল বেড়ে যাক্ নি:শব্দ দৌড়ঝাঁপ
হোক সব অরাজগ তুমি আমি শুধু
আমি তুমি এভাবেই ঠিক
বছর বছর জন্মাবো,এভাবেই
মুঠোর ভেতর থাক্রংচটা রোদ্দুর
নিরিবিলি রাত
শীতল ফনার মত স্বল্প চুম্বন|
হোক্ ঘূর্ণি তুফান প্রবল
ছুঁয়ে ছুঁয়ে থাকা
চলতে থাকুক,কাব্য অমর হোক
হোকনা নিয়মহীন উষ্ণতা কিছু
সব দু:খ ছেপে যাক্ ভিজে সব চোখ
ফিরে যাক্ আচম্বিত যারা
ঘুমন্ত ফনা জুড়ে তন্ত্র মন্ত্র আরো
তীব্র হোক্ দুরাশার ভিত্,যত খুশি ছেয়ে
যাক্ অরাজগ
ফেরানো গেলনা ভেবে
উদ্দাম আরো তীব্র জটিল
এভাবেই বীজভ্রূণে তা দেব
আমি তুমি
লোহার বাসরে ছিদ্রমুখ এভাবেই
এভাবেই ঠিক্ -