একাকী মানুষ
নিরাসক্ত মুখ
কি আর দেখবি বল ' পোট্রেটে
ভর করা
জৈবিক কারু
হারিয়ে গিয়েছে
মনিহার, কাঞ্চনের
নির্নিমেখ ঝনঝনি !
নষ্ট পাতার
খসখস্, ডালের অহেতু
অর্বুদ I ডালিম কুচিরা
নেই সাজিয়ে দেবার '
নেই ছুঁয়ে থাকা
মখমলী তট্, জাড্যের গতিও
শুধু
নিশ্চুপ প্রশ্নবিদ্ধ কৌতূহলগুলো
দেখবি কি বল ' ধূ ধূ উৎসব
নম্র অশ্রুর সম্মিলন
জৈব অজৈবে কেবল
ধুম কাড়াকাড়ি -
বোধয় পিছিয়ে গেছি
পাথরগোত্রে কাছাকাছি !
একাকী মানুষ শুধু
পর্যবেক্ষণ ঘিরে
অন্তিম রুপটান তার
অসাম এক ট্যাটু নেই
ঔদার্য্য বড় বলে
নথ, মল্, ব্যবহার্য্য ফিতায় ' আজ তার
নি:শেষ পরমায়ু !
নিরাসক্ত মুখের বাহার
কি আর দেখবি বল__
যুগের করিডরে থাকা মহাপুরুষটা
উঠে গেল চলে '
বাগাড়ম্বর সমাধিতে
টাঙিয়ে রেখেছিস সিঁড়ি কোঠার ঝুল কালির গপ্পোটা
এক দুই করে মিলিয়ে নিচ্ছিস
নিত্যদিনের রশিছক্ '
এ সৌন্দর্য্য কি বুঝিস তুই
যেখানে গোটা বিশ্ব
ভর করে আছে ' মহাবোধের
রাজাধিরাজ হয়ে ' সেই সাজ কিভাবেই বা
চললি মেলাতে
বোধহীন খাগড়া দানিতে ?