জীবন গতির নাম
নিয়মিত গান চাই রোজ
চলবার পথ চাই
গানে গানে মুক্ত প্রীতিভোজ।
চাই নি শাসণ কোন
বারণের নিধি রাখ ঢাক্
দুধ চাই জল চাই প্রতি অন্ন
নিয়মিত হোক্।
সুজলা সুফলা এ বৃত্ত কেন
অযুহাত, সংঘাতে বাধা
নিয়মিত শ্বাস নেব অথৈ
বাতাস আছে সদা।
স্বয়ম্ভুও জানে সব সকলেই
সকলের,সবাকার।
তথাপি এ ধন্দ কেন এ কেমন
দ্বর্থ্য কদাচার !
কয়জনে শোবে শুধু বাকিরা
জেগেই শুধু রবে
কয়জন খাবে বলে বাকিরা
যোগান দিয়ে যাবে ?
_________________
শুধু জীবনের তদ্বিরে আমাদের
অক্ষর নিয়ে ছোটাছুটি
এ কোন যুদ্ধ যুদ্ধ খেলা নয়
লেলিয়ে দেওয়াও নয় বিষেদ্গার -
যোজন মাইল অতিক্রমের পর নিরন্ন ভিটেয়
এখানে ক্লাসিক কেন
কোন বিপন্নতা নয়
মূল্যবোধ জিইয়ে রাখতে
প্রতিদিন বেঁচে ওঠা চাই পূর্ণাঙ্গ জীবনে !