কিছু কিছু এমনিই হয়
বিরহের জ্বালা সয়ে সয়ে ক্ষয় হয়
এমনিই ।
খারাপ লাগাটা জেঁকে বসে এমনিই
অকারণ, এলোমেলো খেলে
আউলায়, চোখে পটি, সাদাটাও
অদ্ভুত একঘেঁয়ে সবটাই
বিষাদের গতে বাঁধা সূচিত জীবন ।
রোদ ওঠে মেঘলায় চিক্ চিক্
একই বরাত, জল ফোটে ভাত হয়
মাছটারও সেই শেপ্
এক স্বাদ,ঝোল ঝাল অম্বল
খারাপ লাগাটা বসে গেছে জেঁকে
এমনিই অকারণ । একই ঘর
একই ছাদ একঘেয়ে সবটারই
এমনিই ম্লান হয়ে গতিক জীবন।