একটা ভাবনার উদ্রেক .........
তোমায় দেখেছি ভিয়েতনামের পথে
শান্তি মিছিলে শ্লোগানের রাস্তাতে
দুর্যোগে গেছ খাদ্যের গম বুনে
চিনেছি সেদিন বিদ্রোহ মরসুমে
মৃত পরে থাকা চেকোশ্লোভার পথে
বসে আছো তুমি দ্বিধাহীন শর্তেতে
কাড়াকাড়ি ওরা রক্ত স্পৃহায় সেজে
তুমি দেখি তাতে গর্জে উঠেছ নিজে
বলে গেছ ওরা মীরজাফরের দলে
শান্তি কেড়েছে,কেড়েছে বিবিধ ছলে
চিনেছি সেদিন আজাদী বোঝাতে চেয়ে
অশ্রু মোছালে অগনিত ছেলে মেয়ে
রক্তে শরীরে কালশিটে মার খাওয়া
তুমিই সেদিন অস্ত্রের শান দেওয়া
দেখেছি দু'চোখ বদলা নেবার জ্বালা
বুকের হাপরে প্রতিশোধ অবহেলা
চিনেছি সেদিন মসনদ ছেড়ে দিয়ে
পেছনে চলেছ অগনিত গান গেয়ে
আমরা ছিলাম অশ্রু প্লাবনে ভাসা
বিপ্লব নিয়ে চেকোশ্লোভায় আসা !