কাল রাত্রে জীবনানন্দকে দেখলাম
নির্বিঘ্নে হেঁটে যাচ্ছেন
সেই ট্রামলাইনটা কেন্দ্র করেই -
চেঁচিয়ে উঠলাম
থামুন,থামুন কবি -
বারংবার আপনাকে হারাতে পারব'না
অড়হড় ক্ষেত ধরে আলপথের মাঠে
পোয়াতি রোদ্দুর ছোঁওয়া শালীধানের
চূড়বৃন্তে মদেমত্ত বসন্তের খুনসুটি-
আমার তন্বী হবার সেই মুহূর্তটা
ফ্রক পাল্টানোর সেই মুহূর্তটা
থাকনা বুক সেল্ফে
কিছুটা ভালোবাসা হয়ে !
শ্বেতমূর্তি থেকে
নেমে আসছেন রবীন্দ্রনাথ
বাম হাতে একগুচ্ছ ওকালতনামা
দেশটাকে আবারও বাঁচাতে হবে
স্বাধিকার এখনও পারেনি
প্রত্যাশিত সময়টা গড়ে তুলতে
বিবেক,বৈরাগ্য খুইয়ে
একদল বিক্রেতা
হরপুন তাসের আসরে
হৈ হল্লায় মত্ত
সদ্য পাওয়া মসনদটা আবারও হাতছাড়া হবে !
শরৎচন্দ্র পালাচ্ছেন রেল লাইনের
পেছনের পথ ধরে
বৈধব্য ঘুচিয়ে ছোট্ট মেয়েগুলোকে
বসিয়েছিলেন খাজাঞ্চিতে,একই চেয়ারে
হলেন দন্ডিত!
জাগরণ থেকে উঠে আসছেন রামমোহন
সঙ্গে বেন্টিঙ্ক হাতে মৃত্যুজয়ের উইল
স্বাধীনতা !
চতুর্দিকে মহাপুরুষদের ধুম
একা আমি অনাড়ম্বর ছুটে চলেছি ট্রাম লাইন
আম্রকুঞ্জ,দেউলটি পেরিয়ে
শেলী,বায়রন কীটস,গোর্কির দেশে !!