এই আছি এই নেই
*******************

এখন উদ্ভ্রান্ত আমি , ঘরময় আঘ্রাণ
দেরাজে,দুয়ারে,যাপনে, বপনে - অকারণ
সাজানো বাগানে
চেঁচিয়ে বলছ যেন, আগাছা দারুণ
ঘর্মাক্ত ক্লেদ মাথাভরা ধূলোর দাপট
কোমড়ে জড়ানো
গামছায় দু' দশক ছোপ
আছি আমি , নেই আমি
এইতো পেছনে জবা গাছে জুড়ে দিই বাঁশ
ভেবোনা সন্ত্রাস , এই বাঁশে
তাবৎ ক্ষমতা দেশে দশে ব্যাপক পরাক্রম
দশটা সিটির পর লক্ কোর, বাটি ভাতে
লাগে বেশ পরমান্ন সাজা
আমি তুমি, তুমি আমি
ম্যানহাটন যাবো , খুঁটে নেব তাবৎ রিপুতে
মুহূর্তের দুরবস্থাগুলো
নীল শাড়ি কমলা সাটিনে ফুল খোপা
আকাশ সমান
বার্ষিকী নেকলেস পোরো টোকা দেব ঝুমকোয়
একরাশ ঐশ্বর্য ছড়াবে - টুং টাং গুনগুন্ আমি

রাখবে তো মনে ---