রুদ্ধকন্ঠ চিৎকারে
একটাই
জানানোর আছে
শোক তাপ ভয়
কোনটাই কঠিন লাগে না আর
যাপনের শুদ্ধ ইস্তেহার।
কন্ঠ চিরে লিখেছি উচ্চার
শ্লোক বলে বিমিশ্র জনতা
তিন সত্যি ভেবেছি তোমায়
স্বার্থ কিনা ভাবুক ক্ষমতা।
অবগাহী শোকের মতন
অবশিষ্ট থাকে
তৃপ্তের ঢেঁকুর, বিপরীত মরুগুলো
বালি খোড়ে,খুঁজে চলে আর্ত সিন্ধুর।
যথাসাধ্য চেপেছি হৃদয়
মিলেছে প্রস্তর
জল আর রক্তের ব্যবধান সমান সেজেছে
এঘাটে উদ্ধার আর
ওঘাটে মারণ।
খ
পাতে আজ কার কত
ব্যবধান
কত কার অপচয়, নিন্দা মন্দ ভুল ত্রুটি
রেখেছ সাজিয়ে ?
কতটুক শৌর্য্য দিয়ে
গড়ে দিলে
বরফ পানীয়, শান্তির ভাত্
আর নির্লিপ্ত মৃত্যুর
বিশিষ্ট উপাচার ?
ঠিক বাঁচবার মতো,সুখ সুখ প্রিয়
কিছু মৃত্যু ডেকে আনে জয়
কিছু তো নিশ্চয়ই আছে দিব্যলোকের মত
বাঁচা মরা সমার্থক হয়।
সন্তাপগুলো এস আজ কুড়ে কুড়ে খাই
করোনা ভাইরাস?
ঠুনকো জিনিস, দাঁতে কেটে অথবা চুবিয়ে
ঢোক্ নিই পূর্ণ ঢেঁকুরI
----"-----------"--"------------""--------"--