রেলে মাথা,জলে ডোবা,গলায় ফাঁস তো
এখন সেকেলে
ঠায় দাঁড়িয়ে
লম্বা ব্রীজটার পাশে
দম ফুরোলে নত হবে বলে
গতিসূত্রের ধারায়
একক সূত্রে রেখেছে ঝুলিয়ে
বাকি খেসারত এখন জামাত সূত্রের
দড় কষাকষির বিষয়মাত্র

গেট বন্ধ হলে একে একে -

নুড়ি,পাথরে দৃঢ়তা নিঃস্ব
সময় নেই নগ্নতা মেখে রাস্তায় চিতিয়ে থাকার,
পাগলা গরাদের ঘন্টি ছিটকে
বেড়িয়ে এসেছে গ্রন্থির
শিলান্যাস

গেট বন্ধ হলে একে একে -

শনাক্ত করবে বলে
শক্ত টুপির সৈনিক
আষ্টেপৃষ্টে চেপে ধরেছে
অনির্দিষ্টের কার্ফু
আমিও দাঁড়িয়ে ভাঙণ স্থলে
যেভাবে জন্ম মৃত্যু পরস্পর
সময়ের মেরুদন্ডে
সর্বস্ব খুইয়ে ভাবে সঠিক পথেই চলেছি

গেট বন্ধ হলে একে একে -