অধরা বলেই কাঙ্খিত
নাকি
কাঙ্খিত বলেই অধরা
দ্বন্দ তবু আজও অযুত নিযুত খুঁজে
হতাশার ক্ষোভ রাখি কোষের ভেতর, সন্তর্পনে
সবটা পাওয়ার পর ঈশ্বরের দোষ খুঁজি
পূণ্যফল গুঁজে রেখে , ছোঁ মেরে
তুলে নিই খাদ্য অঞ্চল !

ফুলে ফেঁপে সেজে উঠি মোহ রং মেখে
গির্জা,মিশনে মন্দিরে ঘুড়ে আসি
থোকায় থোকায় মোহ আছে হাত বাড়ালেই
রঙীণ পেয়ালে উষ্ণ সরস মধুযাম !
গালে বুকে ছড়িয়ে মাখিয়ে একদা নি:স্ব হয়ে যাই --

খুঁজি তাকে খুঁজে ফিরি টাকার বয়ামে
আশপাশ অলি গলি আকাশ বাতাসে, যকৃৎ লিভারে
কেউ এসে এসরাজে তার তোলে
চলে যায় মিলে যায় ছায়া :
আসে ঘুম আসে অনন্তর নিরবতা নিয়ে
ভালোবাসা আসে
মাথার এপাশে বসে, কতকিছু যে শুধায়

হাত রাখে মাথার উপর বলে ---- '
পাগলিনী বুকে আয় -----
পেয়ে যাই কাঙ্খিত তারে !


মধুর মূরলী

কবিতা : ভালোবাসছি তোমায়

একসময় বুঝে নিলে তুমি
একক আমিই, অন্যসব বিলাসে মোড়ানো
তুমি ফুলে উঠলে,সামান্য ফুঁসেও
জেনে গেছ ততক্ষণে আমি ছাড়া
দানী সাজাবে না কেউ, ওমন পরশে,মননে
যখনই চাইবে, বুঝে গেছ সব।
প্রেম ভুল হয় নাকি ! যতক্ষণ রসমে আসনে
মোক্ষম সবটাই দ্বার উপদ্বার জানে সবটাই ------
বেড়োয় কে ঢোকে,তথাপি উপভ্রম
কে কে আছো পবিত্র হও, সামান্য এ
খোওয়া খোওয়ি গুলো
দরজা আড়ালে থাক না প্রতিভূত হয়ে
অবসরে সেজে গুঁজে বুঁদ, কে না খোঁজে বলো
পেছনে আড়াল
গতকালও চারটি শাবক খেল কুক্কুরী

অনাহারী পেটের জ্বালায়,
আমি কি নিছক অনাদৃত
তোমাতেই রবো ----- ।