ঝুল কালি মাখা দুর্বোধ্য গল্পটা
বহুবার শুনিয়েছি আমি, রং চটা ডাস্টবক্সের
প্রাগ্ লগ্ন থেকে যার জন্ম, মৃত্যু
ধার্য্য হয়ে আছে আনাড়ি স্তূপে !
কেন আমার সার্বিক চেতনায়
টাঙিয়ে দিয়েছ অসাম্যের নুড়ি,পলেস্তারা
খসা ফাঁক ফোঁকর দিয়ে ছড়িয়ে পড়ছে
আঙুল,হাতে,ঘাড়ে, মাথার ভেতর !
কান বুঁজে আছে -
চুন সুড়কির হাহাকার, আমি দামী
কংক্রিট পাথর জুড়ে পারিনি আশ্চর্য
প্রপাতটা সাজাতে, দেখ দেহ বেয়ে
গড়িয়ে চলেছে জৌলুস,জিহ্বায় একরাশ
ঔদ্ধত্য ছেটে চলেছে অস্তিত্ব, আমি
আশ্চর্য মৃত্যু ভর করে কেমন দাঁড়িয়ে রয়েছি
উদ্ভট ঝুলে রয়েছে আমার প্রজ্জ্বলিত চোখ
চতুস্পার্শে আবর্জনার নাগপাশ
বেছানো কামিজে শতাধিক
উল্কির ছোপ, টাঙানো থালে বিসদৃশ
নৈরাজ্যে কেমন গুলিয়ে যাচ্ছে
অন্তর্নিহিত পরিপাকতন্ত্র,ঠেলা মারছে ঘিলু !
ঝড়ে পরছে মেরুদন্ডের
জৈবিক কৃষ্টির ধূলা বালি - উড়ছে ভাসছে
দেখ কি কুৎসিত ধূসর লাগছে আমায়
এভাবেই কেন রেখেছ বর্জ্য করে -