একদল আদিম বন্যতার পাঠ চলেছে
এ পূণ্যভূমির আনাচ কানাচে
ধূলিস্মাৎ বিগত সভ্যতা ! মুখ ঢেকেছেন
স্বয়ং সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্রের প্রদীপ্ত
মনিষীরা !
এতকাল আমরা মানুষ,সমাজ বলে চিনতাম
একদল মাথা উঁচু করা অস্তিত্বকে
সরে যাচ্ছে অক্ষর, বর্ণের পরিবেশ,পরিস্থিতি
মস্তিষ্ক আক্রান্ত হচ্ছে একশ্রেনীর
ভয়াবহ পারমানবিক পেশায়__
অলিতে গলিতে আচ্ছন্ন দৃষ্টিকোপ কেবল
এই পদ্ধতিতেই নিবদ্ধ !
এ সভ্যতা আমরা কি চেয়েছিলাম
প্রস্তর খন্ডের গায়ে আমরা ইতিহাস লিখে রাখি নি__
আমাদের মশালের প্রদীপ্ত শিখায় জ্বলে ওঠেনি
বীরসিংহ, চট্টগ্রাম, বাংলার উদ্দীপ্ত জনগন
স্মরণ করুণ উন্মত্ত পরাধীনতার কাল্
সেই একযুগের তেজসমৃদ্ধ যোদ্ধার
কেঁপে ওঠা পশ্চাৎপসরণ পশ্চিমা দল
দীর্ঘ সংগ্রাম পেরিয়ে
ভিয়েতনাম,কোরিয়া,মঙ্গোলিয়া,মালোএশিয়া
চীন,জাপান সর্বত্র কেবল মুক্তিযোদ্ধার
তীব্র হুঙ্কার __ আপনি বোধহয় বিস্মৃত হয়েছেন !
দেখুন এই অবিমৃষ্যতায়ও
আমরা কালের তিলক এঁকে দিচ্ছি সেই সব
যোদ্ধার বুকে !
রণহুঙ্কারকে অগ্রাহ্য করে ঘরে ঘরে জন্ম চলছে
এক বিপরীত মেরু পদ্ধতির
অদ্ভুত এক পাঠে নিমজ্জমান অনির্ণেয়
সময়ের পৃষ্ঠা জুড়ে শুধুই কুশনের ঘুঁটি সাজছেন আজকের প্রহসন !
বোধহীন'বাদহীন সমাজবর্জিত এ ধারণার জন্যই কি__?