একটা ৱাস্তা
ডিসিপ্লিনড্ কৱে পেতে দেব জনকোলাহল ,
খুঁজতে কষ্ট হবেনা,নেমপ্লেটে সেঁটে দেব
আজন্ম পৃথিবীহৃদয়
সান্ধ্য , প্রভাতে
ঝাঁটা জলে নিষ্ক্রমণ
কড়া হব খুব
কাহাতক্ প্রশ্রয় ? পাষাণ প্রমাণ
ধূলা ধুয়ে ধুয়ে কত আৱ -
নোটিশ টাঙাবো ,ঝোলাব এবাৱ
ধূপ ধূণা বোর্ডের পূণ্যি বহৱে
আবর্তিত জঠৱাঞ্চল
নামেৱ মাহাত্ম্যগুলো আপাতত ঢাকা থাক
প্রাথমিক স্তৱে , বালি খুটে চলে যাক্
বন্ধ্যাঞ্চল ,মোটেও দেব না -
ৱাস্তাটি সমব্যাথী হোক্ নির্ঘন্ট পূজায়
গড়ে দেব স্বর্ণালী পিচেৱ প্রলেপ
আদর্শ নগৱ বনে যাবে -
নতুবা নির্দয় , হাজাৱ সাজাৱ
জেনে যাবে কি ভীষণ ৱুপ
বিষমন্ড জাউ , পাষাণ সমান , বোঝেনি এখনও !