জলের দরে
"""""""""""""

প্রায়ই দেখি
নিঝুম দ্বীপের কাছে একরাশ
অত্যাশ্চর্য্য আলো
হঠাৎ করেই , জ্বলে নেভে
বর্ণ গন্ধময় ছড়িয়ে আঘ্রাণ ,

আমিও এগিয়ে যাই
নি:স্বতা নিয়ে , সর্বাঙ্গে আঁধার
একচ্ছত্র শব বেচি
পদ্যে ভিতরে , উল্কি কথারা
খোরাকি সম্মাণ
বর্ণ পিছু রুপ রং কথার ময়াম !

অহেতুক
""""""'"""'"'

মুহূর্ত আর অক্ষর
কে কখন বসে যায় সময়ের ঘরে
হানা দেয় কেড়ে নেয়
বোঝা বড় দায় , এঁটে দেয় খুলে দেয়
প্রকট দুয়ার কে জানে কোথায় -
এলো করে খেলা করে
ভাঙে জোড়ে কি কখন , শুধুই সংশয় !
এই খাঁ খাঁ জুড়ে যায়
খানা,ডোবা, জলাশয় মাঠ,
দেশ কাল্ নাগরিক
শেকল কবাট - মুহূর্তের রাষ্ট্রসুখ
যে যেমন সংজ্ঞা মানায়
অক্ষরের কি ধারায় রয়েছে নিহীত
আকা-র, ই-কার সব পর হয়ে যায় !


ক্ষনিকের
"""''"'"''''''''

জ্বলে নেভে অহরহ , জ্বলন্ত প্রত্যয়ের দিকে তাকিয়ে
বারংবার বাঁচতে চাওয়া, অঙ্গারে এক‌ একটি প্রত্যয়ের ছাই ধিকিধিকি জ্বলে , নি:শ্চিত ধরে রাখা হাতে অহেতু কালক্ষেপ। খুঁজে চলি প্রকারভেদের গূঢ় তাৎপর্য রক্ত মাংসের উদগ্রীব সময়টাকে। প্রতি সূর্যোদয়ের পরে জেগে ওঠে জন্ম মৃত্যু, আমিও প্রভাবিত,ওই রশ্মির কাছে নতজানু হ‌ই, জন্ম দাও মৃত্যু দাও !