সে সকালগুলো মলিন হয়েছে দুস্থ প্রেমাস্পদ
শহরের বুকে ধুঁকে পড়ে আছে দরদীর সম্পদ
আকাশ ঘনাছে গাঢ় তমসা ঘনঘোর দুর্যোগ
মৃত্যুবানের ফলারে ছিন্ন জীবনের সম্ভোগ
পঙ্গপালের পাখায় ঢেকেছে রৌদ্রের সংগীত
মুখ ফোটেনিকো বুক ফেটে তাই দুর্বহ ইংগিত
কোনসে আসর জীবন প্রহর ক্ষত ব্যন্ডেজে ঢাকা
কে নিয়েছে ভার কাদের সাদর পুরষ্কারে রাখা
এ কোন্ বাতাস ভরা , জীবানুর প্রজনন
আমার পাশে তোমার কোন্ শ্রেনীহীন স্পন্দন
** করোনা কালীন লেখা