বজ্রানলে ফিরছে সেসব দিন
রক্তে বেঁধা কাঁটার মাঝে সর্বহারার ঋণ
অবাধ চরে ওৎ পেতেছে
গুপ্ত ঘাতক দল্, শহীদ কাঁদে অবোধ স্বরে
কোন সাধনার ফল্ ?
কোথায় সেসব দিন,বুক চিতিয়ে
বলছে সে'জন আমায় রক্ত দিন
ভাত কেড়েছে ঘর কেড়েছে
কাড়ছে ভবিষ্যৎ
অবোধ ছেলের মাথার পরে
গড়ছে ইমারত।
জব্বরেরা ফিরছে দ্বিধায়,রফিক দ্বন্দময়
বাঘের ঘরে খোগের বাসে,সন্ধ্যে কেমন
হয়।
ঘনিয়ে আসে ঢিবঢিবে বুক
অশ্রু সন্দিহান
কাঁটা তারের বিষের ছোবল
লোলুপ লেলিহান।
দেখব না আর তীব্র বিরোধ
আর না অসম্মান
দাঙ্গা বিরোধ বিভেদ জ্বালার
এবার অবসান।
মানুষ থাকে হৃদয় মাঝে,পাতা আসন জুড়ে
ছড়িয়ে রাখে দিব্য আলোক
তোমার আমার নীড়ে।
শিউরে ওঠে ঘুমের ঘোরে দুঃসহ সে দিন
খুনের রক্তে রাঙিয়ে গোলাপ শুধছে ভায়ের ঋণ।