আমরা একটা প্রেমের কবিতা লিখি
একটা দ্রোহের কবিতা তা সত্ত্বেও আমরা
রক্ত মাংস খুঁজে টেনে আনি
হৃদবৃত্তের অন্তর্নিহিত উদ্বেগ, কিছু প্রশ্ন ছিল
কিছু ঘৃণা, চির ঘুমে থাকা মেয়েটির মত
অনেক প্রশ্ন নিয়ে চলে যেতে হল
কেন চলে যেতে হয়, একে একে অসময়ে
কবিতা লিখব আমরা
জ্বলে উঠবে মশাল, শব্দের বায়োপ্সি খুঁজে
তীব্র তুষের মত ধিকি ধিকি ততক্ষণ
আরও একটি ঘটনা আরও একটি মৃত্যু নিয়ে
ছিনিমিনি খেলছে দুষ্কৃতি
যে কেউ, এ ঘর ও ঘরের যে কেউ
একটাও দুষ্কৃতের লাশ নেই,কোথাও ঝোলানো নেই
অস্বীকৃত মুন্ড ধরহীন,একটাও হুঙ্কার নেই
একটুও বিকৃতি দুষ্কৃতীর।
কলম হাতে কোন উত্তেজনা, কোন ভয়ে
কেঁপেছে অন্তর,তাই এই ঘর ছাড়া পথে হাহাকার
কে পেয়েছে ভয় তুমি আমি আমরাই
ওরা তো সঠিক আছে,
এ অবধি কোনও ভয় ছুঁয়েছে ওদের .....!