don't need any introduction
কোথায় দৃশ্য রাখি জানিনা
ধূ ধূ শূণ্যতায় , দোলে শুধু পেন্ডুলাম
তোষকের ওমে ফারেনহাইট
ঢলে গেল প্রেমরাগ চন্দ্রগ্রাসী
খিদেয় | কি খাব এবার - মহাশূণ্য তোকে আমি
গলায় দোলাবো
কি বুভুক্ষ দেখ্
মাছে মাছে জলাভূম
ছিপে ফেলে এ আমার কোন্ পূর্তি খোঁজা !
পিছেও রাবণ , রাধার রমণগুলো
টিক্ মারা থাক্ লঙ্কাকান্ড হতে আর
কয়েক প্রহর !
মাথা পিছু তিন চার মুখ
শেষ পাত্ তোকে আমি উৎসর্গ করি
চিনে চিনে ওরা আগে সৈন্য
খুঁজে নিক্ | দৃশ্যে থাক্ যুদ্ধাহত দশ হাত জমীন