কবিতাকে ভালোবেসে
এ হৃদয় নিংড়ে সবটাই দিয়ে যাব ওকে
যতটুক কান্না আছে
যতটা সুখ সান্নিধ্যের সবটাই
ওর নাম দেব প্রিয়ম
ভেঙে চূরমার হলে এক একটি টুকরো
জুড়ে দেবে ও
প্রতিটি অস্তিত্বের আলাদা সংজ্ঞা থাকে
পৃথক ইমেজ , শোকে পরগ্রাহী
হয়ে বিস্মৃত হলে
নিভে গেলে আত্মউত্তাপ পৃথিবীকে
টেনে নামাবেই দোরগোড়ায়
জীবিত ইমোজির
এক একটি ম্যাটিনি এনে দেখাবে
এটা আগ্রাসন, এটা গণতান্ত্রিক ঢেলা, এটা-
বিষোদ্গার, এটা স্বৈরপক্ষ, এটা পটভাঙা
চাটুকার আর এটা জ্যোতির্বিদের সেই
আওরানো টিয়া কাগজ খাইয়ে
পুঁজিবাদের পুতুল গড়ে পুরোদস্তুর
দাঁড় করানো হয় যাকে _
সদ্যোজাত শিশুদের সামনে
গড়গড় করে আউরে যায় ব্যাঙ্ক ব্যালেন্স
জমাজমি, ডলার- পাউন্ড
ঝকঝকে বৈদেশিন নীতির কথা
মাত্র তিনটি বৈদ্যুতিন সংযোগে ওর মুখেও
ফুটে উঠবে পরবর্তী আমাদের গুপ্ততথ্য
কবিতায়
ওর নাম প্রিয়ম -