এখন বন্য মেঘ বৃষ্টির পোয়াতি রোদ্দুরে
কেবল ধ্বসের জন্ম দেয়
পীচ ঢালা ঘরে বেড়ে চলে
একরাশ অতলের হাত
বোবা ডালে
বুনে দেয় নিমিত্তের ঘর...
ক্রৌঞ্চের মুখে টুকরো দানা
কোন্ ইহকাল
যুবতী রেণুর ভারে এলোমেলো উচ্ছন্ন বাগান
রাত্রি তবু খুলে দেয়
নিষেধ যাপন....
ফিরে আসি ঘরে, হামাগুড়ি দোলনায় চড়ে
ডিশ দিয়ে ঢেকে রাখি বেজন্মার দাগ
নিমিত্তের কালে সেও ছিল প্রেমাতুর
মনিষীরা ঋণী হলে
আমিও খচিত হব তুর্য প্রবাদ....
অশ্বাক্ষরা ডিম্বের মতন
তা দিয়ে দিয়ে মৃতবৎস্যে প্রিয় মুখ খুঁজি
জলহীন রৌদ্রদগ্ধ বেলা
জন্মান্তর হেঁটে যায় নর্তকীর দলে
কচি কচি ডানা ওড়ে ভাঙণ বেলায়....