যে মেরেছে আর মার খাচ্ছে যে
ঘেঁষেঘেঁষে আছে
বুঝছে জানছে মুখে রা' টি নেই
মেরে ভাবছে রাজকন্যা রাজত্ব সুখ
পূর্ণ জন্ম এ-ই , চোখ টিপে ঈশ্বর ততক্ষণ
বাৎসরিক পূজা বাগিয়ে নিয়েছে
পুটলিতে পদ্মরাগ মনি !!  
মার খাওয়া পাশে
দোর আগলায় চিরকাল দোর আগলায়
বাড়ন্ত শাকে ভাতে
ঠিকঠাক আষাকও জোটেনা
বাটা ভরা নিষেধের থাল্
মর
মর
মর
চিরকাল গাল পারে ঈশ্বর!!!