তুই বড় একা রে
টেবিল !
মাংসের রেজালাটা থাক
তোর পরে, দেরাদুন
ভাঁপা ইলিশটাও মালাইকারীটা থাক
তোকে আলো করে
ক্ষীরের পায়েসে
ভোগ, লুচি সবজিও __
খুশি তো টেবিল !
হতে পারে এঁটো পাতে কাটা ছেড়া
বিরিয়ানী কাঁকড়া পাতুরি
গমগমে ভোজ রে, গমগমে ভোজে
তুই সঙ্গ ফিরে পাবি
একা নোস তুই এবার, চেয়ে দেখ
কত শত হাড়গোড়, কাটা ছেড়া,
বর্জ্যের রাশি I
জানিস টেবিল ওদের হৃদয় খুঁজেছি
মন বলে সূক্ষ্মতার কাছে দেখি
নুড়ি কাকড়েরা পরে আছে
হতে পারি মজ্জা নেই সবটা গিলেছে মাংসের
তথাপি আমিও জেহাদ গনেছি
পেটে পিঠে দয়া নেই মোটে I
ক্ষুদ্র করে ফেলে দিল বর্জ্যস্তূপ বলে
ভাবিস না ফেলনা কখনো -
আছি বলে মাছে-ভাতের এ টেবিল
আজও জোট মহা মহর্ষির I