মারীর কোপে ঘর ভেঙে যায়
কে রাখে খোঁজ কার কি হারায়
রোজ দো' বেলা চিতার আগুন
কার বরাতে কোন্ সে দাফন !
কে নেবে কোন ডবল সুদের
সংক্রমণ আর নগদ লাশ
জাঁকিয়ে বসে লোভ লালসে
দেশের দশের মূল ফোকাস !
লাশ বেঁচে খায় অধিক দাদন
যেমনটি ঠিক ধনিক যোট
উপচে ওঠা ধনের আরত
ঠেকায় মারীর প্রবল স্রোত !
উপরি গোনে ডোমের জ্ঞাতি
ওষুধ দোকান গেরস্তান _
বুক চিতিয়ে গুনছে ডলার
রোগীর স্বজন সেবকজন !
লুটছে দেদার বেজায় পসার
দেশ জোড়া সব মহান দান
মগ্ন ধ্যানের রাজার রাজা
ধন্য দেশের সংক্রমণ !