আপনার ওখানে খুব
ঝড় উঠেছে দাস বাবু ?
আমাদেরও চাল উড়ে গেছে
ছেলে খেতে দেয় না
মেয়েদের মুখগুলো বিবর্তিত হয়ে গেছে
আগে সেইখানে ক্ষয়ে যাওয়া
একটা বাগান ছিল
গালিচার মত নরম প্রস্রবন
বসলে মন ভালো হয়ে যেত |
ঝড় উঠলে ছাদে যাই
কেমন যুদ্ধ যুদ্ধ ভাব
ওপরটা জার্মানি সমতলটা হাঙ্গেরী
দলে পিষে ক্ষমতার কি দম্ভ
বাম হাতে চেপে ধরি
ডান হাতের উদ্যত পেশিগুলোকে
আমি আর ছেলে ছেলে আর আমি
মধ্যে ঢাল তলোয়ার
আর দুটো প্রদেশের খাওয়া খাওয়ি
চিরুনী না চেনাবার ঝালটা
মোক্ষম উগরে দিই !
কতদিন আমরা রেলগাড়ি চড়ি না
ছেলে বলেছে মাস পয়লায়
মাংস খাওয়াবে
এখানে ঝড় উঠলে আমরা
উন্মাদ হয়ে যাই ঘর ভেঙে যাওয়ার ভয়ে
জার্মান টাইলসের
তকতকে পাথর মেঝেতে
খুব করে একদিন
নিজেকে দেখে আসবো
কেমন দাস বাবু ?
আমার শখের আয়না চুরুট
সব ওর দখলে
তিনভাগ বয়সে নাকি চিরুনি
ছোঁয়াতে নেই
বুফের আগুণে ওরা দশটা মুরগীকে
চুটকি বাজিয়ে রোস্ট বানিয়ে খেল
খেল দেশের দশের কোর্মা করে
দেখলাম খসা হাড়ের ভেতর থেকে কেমন
চোঁওওওওও করে টেনে নিতে হয় মজ্জা
হ্যাঁ, দে খ লা ম
মাস পয়লার আর কতদিন বাকি দাস বাবু -