আমি নির্লিপ্ত হেঁটে যাই
যে কোন দিকে, উদ্দেশ্যবিহীন
মনমরা হয়ে যাই
চতুর্দিকের শূণ্যতাগুলো কি ভীষণ নিষ্ক্রিয়
এসে বসি ত্রিমুখ পাথরে
একটাও সৌজন্য নেই কোন
কোনও প্রহর নেই, হে পূর্বসখা সোম
তোমাতে নিবদ্ধ করি যাবতীয় সুধা
লিপিবদ্ধ করে যাই কিছুটা পরাগ
যে কেউ সুন্দর আজ এই ঝিমধরা
চোখ বলে, বুকে শ্রেষ্ঠ ওম্ আজ
- ওতেও পৌরুষ
ময়লা গামছা কাঁখে - ঐকান্তিক হেঁটে যাওয়া
নিখাদ ছন্দময়
নি:স্ব এ ভালোলাগাটুক পরম সাদরে
এ বৃষ্টি সাক্ষী রেখে
পরম পুরুষ আজ ওকেই শ্রেষ্ঠ সঁপিলাম
||২||
সফল উন্নয়নকামীর
বেশে বাসে জিইয়ে থাকা
স্বত:কাম ক্ষুধা মৃতজীবি কোষের ভেতর
অভ্যাস গড়ে ওঠে
দুর্গন্ধ লোভে , হাসে চারপেয়ে
বাইরে টাঙিয়ে রাখে স্ট্যাটাস সিম্বল |