জ্যোৎস্না দেখে সোহাগ ভরে দিলে
আবছায়ে তার গ্রহণ লাগা কালো
সব আলোতে আঁধার আছে থেমে
রাত ফুরোলেই ঝলমলিয়ে আলো
বিষাদ করা কলঙ্কের এক পিঠে
যশ খ্যাতিরাও নিম্নে রাখে শির
মান অপমান সন্ধি গড়ে আরেক
সবখানেতেই দুই প্রকারের তীর I
অশ্লীলতা সব শ্লীলতার হারেম
নিভৃতে যার ঝুমুর ওঠে বেজে
সব জীবনই মোড়কটাকে সঠিক
খুললে ফয়েল ইচ্ছেগুলোর গড়ণ I
সভ্যতাতেও অসভ্যতার আবাস
মিলিয়ে থাকে প্রকার হরেক ধরণ
মন্দ ভালোর এপিঠ ওপিঠ তারা
ঠিক যখন'ই বিষয় শ্রেণীকরণ I
সব জীবনেই পিছিয়ে থাকা প্রহর
জাগিয়ে তোলে নন্দিত এক ক্ষণ
সব জাগতিক মনের ভেতর স্বর
সব স্বরেরই জীবন অনুরনণ I
জীবন মানেই মরণ আছে থেমে
মরণ জুড়ে জন্মেরই জয়গান
জীবন মরণ এক সারিতে গাঁথা
এক পথেতে দুয়ের সমর্পন I