||১||

তখন বুঝবি কি প্রখর
ঔদরিক তাপ, বৎস মুখেও
আক্ষরিক জ্বাল্
বেড়ির ওপাশে দফায় দফায়
মর্মন্তুদ দাফন
থমকে যাবি তুইও !

||২||

অনন্তকাল ভালোবাসা এলে
কপালে মাচান টাঙিয়ো, খোলা বহির্মুখ
যদি ফাঁদ ফেলে চোখ
অগাধ কফিন আছে ছেয়ে
কোনো দৃশ্য যদি বেঁকে যায় !

||৩||

ছোঁওয়াছুয়ি গুলো থাক্ আপাতত
ওতে আছে দৈবরিক ভ্রম
ঘটনায় আলপিন জোড়া,আজ‌ও তাতে
মগজ নিধন !