শূণ্যতা  
কিছু শব্দ গোষ্ঠীর অনুরনণ
আত্মকেন্দ্রী পৈঠা
আঁওয়াজ, না গ্রহন না দানের
ব্যভিচার তবু বলে ' আয়
খাঁড়া হই " !

দিনগুলো নতজানু ফাঁকা
সকাল বিকেল, একা এক অজাগর স্রোত
শুয়ে থাকে শ্রেনীর উপর
কেউ পায় অচানক স্পৃহা সন্তর্পনে
সমুখেই আঁজলার বৃথা অন্বেষণ !

কূলাঙ্গার কিছু শ্রেনী তার
এলেবেলে ছুড়ে দেয়, ডালের উপর
এক দূরন্ত গোধূম দেখি ওর
ডানাখোলা বুকের ওপর, একবাটি
শাঁখের করাত !