তোমাকে জড়িত করে বেঁচে উঠি চলো
কোন পাশে আমাকে শোওয়াবে
না কি
সবকটা নাক্ষত্রিক শেষে
আমাকেও প্রদক্ষিণ করাবে ----
খোঁপা থেকে খুলে দিই বেনী,
কোন পোজে
কোন কলস্বরে
ভুঁয়ো ভেবে ডোবাবে অতলে
না কি পরিহাস চ্ছলে ----
সাঁতার পারি না বিশ্বাস করো
আমি সেই শিশুকালে -
কিছুটা গভীরে যেতে পারি যদি
জাপটে আদর করে রাখো।
অকপটে বলছি তোমায় চলো স্নানঘরে চলো
আজও একা বিচ্ছিরি লাগে
তোমারও কি কম কিছু অসম্মাণ হয় ?
রাগ ঘৃণা যা-ই থাক ঝেড়ে ঝুড়ে
এস দুইজন দু'জনায়
প্রেম জ্বলে বুক জ্বলে নেমে এস ছি ছি পাড়াশুদ্ধ
লোকে কি বলে :
চোবাও আমায় আর
আমিও তোমায়,বেঁজে উঠি চল আকস্মিক স্নানে